ইনসাইড বাংলাদেশ

ব্রাশফায়ারে দুই প্রিজাইডিং অফিসারসহ ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2019


Thumbnail

রাঙামাটিতে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুই প্রিজাইডিং অফিসারসহ ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন আনসার সদস্য। তাদের মধ্যে রয়েছেন দুজন নারী। সাজেক ইউনিয়নের একটি কেন্দ্রের ফল ঘোষণা শেষে চাঁদের গাড়িতে করে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন তারা। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত পোলিং অফিসার হচ্ছেন স্থানীয় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। আর নিহত চার আনসার ও ভিডিপির সদস্যরা হচ্ছেন মো. আল আমিন, মিহির কান্তি দত্ত, বিলকিস ও জাহানারা বেগম। নিহত অপরজনকে মন্টু চাকমা হিসেবে শনাক্ত করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের পাশের ঝোঁপ থেকে মন্টু চাকমার লাশ উদ্ধার হয়েছে। চাঁদের গাড়িটিতে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করার সময় আনসার সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় প্রশাসনের গুলিতে মন্টু চাকমা নিহত হন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭