ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: বগুড়ায় ৯ জন আ.লীগ, ৩ জন স্বতন্ত্র জয়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/03/2019


Thumbnail

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় ১২ উপজেলার ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২জন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে মোট ৯ টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।

শেরপুর ও আদমদীঘি উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু এবং আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাজু।

এছাড়া নৌকা প্রতীক নিয়ে যে ৯ জন আওয়ামী লীগের পক্ষে নির্বাচিত হয়েছেন তারা হলেন- গাবতলীতে রফি নেওয়াজ খান রবিন, বগুড়া সদরে আবু সুফিয়ান শফিক, সোনাতলায় অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দি উপজেলায় অধ্যক্ষ মুনজিল সরকার, শাহজাহানপুরে প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ধুনটে আব্দুল হাই খোকন ও নন্দীগ্রামে রেজাউল আশরাফ জিন্নাহ।

স্বতন্ত্র প্রার্থী ৩ জন হলেন- হাসিবুল হাসান কবিরাজ সুরজ (আওয়ামী লীগের বিদ্রোহী), শিবগঞ্জে মোটরসাইকেল প্রতীক নিয়ে ফিরোজ আহম্মেদ রিজু, কাহালুতে আনারস প্রতীক নিয়ে এবং দুপঁচাচিয়ায় আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব ফজলুল হক।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭