ইনসাইড সাইন্স

হোয়াটসঅ্যাপে এলো `সার্চ বাই ইমেজ`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/03/2019


Thumbnail

বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যতম ব্যবহৃত মেসেঞ্জার সার্ভিস এটি। এই মেসেঞ্জার ফিচারটি কিছুদিন পরপরই নতুন বিভিন্ন ফিচার নিয়ে আসে। ভুয়া খবরাখবর বন্ধ করতে ইতিমধ্যেই ফরোয়ার্ড টেক্সটকে আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থা করেছে হোয়াটসঅ্যাপ।

এর মাধ্যমেই এবার ভুয়া খবরের পাশাপাশি ভুয়া ছবি ছড়িয়ে পড়া বন্ধে আরও একটি নতুন ফিচার শুরু করতে যাচ্ছে তারা। ফিচারটির নাম ‘সার্চ বাই ইমেজ’। এই ফিচারে মাধ্যমেই বোঝা যাবে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া কোন ছবিটি আসল, কোনটি ভুয়া।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কোন ছবির সঙ্গে সার্চ বাই ইমেজ নামে একটি অপশন রাখা হচ্ছে। ওই অপশনে ক্লিক করলেই ছবির উৎস সম্পর্কে ব্যবহারকারী জানতে পারবে। এর মানে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই গুগল সার্চে চলে যাবে ছবিটি। গুগলের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানা যাবে ওই ছবিটি সম্পর্কে ওয়েব দুনিয়া কী বলছে।

হোয়াটসঅ্যাপ বিটা ২.১৯.৭৩ ভার্সনে এই ফিচারটি যুক্ত হয়েছে। ভবিষ্যতে এর কমমানের ভার্সনগুলিতেও এই ফিচার যুক্ত হবে।

 

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭