ওয়ার্ল্ড ইনসাইড

কোরআন তেলাওয়াত দিয়ে শুরু নিউজিল্যান্ডের সংসদ অধিবেশন ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটিতে বসবাসরত মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু করেছে কিউই পার্লামেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনের শুরুতেই কোরআন পাঠ করেন ইমাম নিজাম উল হক তানভি।

পদত্যাগ করলেন কাজাখ প্রেসিডেন্ট

ক্ষমতা গ্রহণের ৩০ বছর পর পদত্যাগ করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতার নাজারবায়েভ। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে সরাসরি প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট।

হিজাব পরে মুসলিমদের সমর্থন জানাচ্ছে নিউজিল্যান্ডবাসী

হিজাব পরে মুসলিমদের সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের নারীরা। ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আগামী ২২ মার্চ শুক্রবার সম্প্রীতির জন্য হিজাব নামে এই কর্মসূচি পালন করবে নিউজিল্যান্ডের সব ধর্মের মানুষ।

মসজিদে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি আইএস এর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সংগঠনটির মুখপাত্র আবু হাসান আল মুজাহির ৪৪ মিনিটের এক অডিও বার্তায় এই প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন।

বিবাহবিচ্ছেদ মামলার শুনানির সময় স্ত্রীকে কোপালেন স্বামী

ভারতের তামিলনাডুতে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চলাকালেই স্ত্রীকে কুপিয়েছেন এক স্বামী। স্থাণীয় সময় মঙ্গলবার রাজ্যের মাদ্রাজ হাইকোর্টে এ ঘটনা ঘটে। আদালতে বিচারকের সামনেই ওই ব্যক্তি স্ত্রীর ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন বলে জানা গেছে।

‘তুরস্কে হামলা চালালে লাশ হয়ে ফিরতে হবে’

কেউ তুরস্কে হামলা চালাতে আসলে তাকে লাশ হয়ে ফিরতে হবে বলে হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর মেনিফেস্টোতে তুরস্কে হামলার কথা উল্লেখ ছিল। তার জবাবেই এই হুশিয়ারি দিয়েছেন এরদোয়ান।

পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া

পাক-ভারত চলমান উত্তেজনায় পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ রেখেছিল। আর এতেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতের এয়ার ইন্ডিয়া। ইতিমধ্যেই প্রায় ৬০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে তারা।

পুলিশ হেফাজতে শিক্ষকের মৃত্যু নিয়ে উত্তাল কাশ্মির

পুলিশ হেফাজতে শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। রিজওয়ান আসাদ পন্ডিত (২৯) নামে রসায়নের ওই শিক্ষককে পুলিশ সদস্যরা ঠাণ্ডা মাথায় খুন করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে কাশ্মিরের পুলওয়ামায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭