ইনসাইড গ্রাউন্ড

শাস্ত্রীই থাকছেন কোচ নাকি অন্য কেউ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2019


Thumbnail

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। একই সঙ্গে শেষ হবে সহকারী কোচ সঞ্জয় বানগার ও বোলিং কোচ ভারত অরুণের চুক্তিও। তাই এখন থেকে কোচের সন্ধানে নেমে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনটাই দাবি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

বিশ্বকাপ শেষ হওয়ার দু’সপ্তাহ পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। এর আগে শেষ হয়ে যাবে সকল কোচের চুক্তি। তাই দ্রুত বিজ্ঞাপনের মাধ্যমে আগে থেকেই কোচ নিয়োগ দিয়ে রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যদি সঠিক সময়ে কোচ না পাওয়া যায় সেক্ষেত্রে রবি শাস্ত্রীকেই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিতে পারে বিসিসিআই।

মূলত ইন্টারভিউর মাধ্যমে কোচ নিয়োগ দিতে বাধ্য দেশটির ক্রিকেট বোর্ড। এজন্য তিন সদস্যের একটি ক্রিকেট উপদেষ্টা কমিটি রয়েছে। এ সদস্যরা হলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষণ। এই কমিটির পরামর্শেই রবি শাস্ত্রীকে নিয়োগ দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। 

তবে অনেকে ধারণা করছেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সুসম্পর্কের কারণে রবি শাস্ত্রীই হবেন ভারতের পরবর্তী কোচ।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭