ওয়ার্ল্ড ইনসাইড

ক্লিনটন ও ওবামার উপদেষ্টার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2019


Thumbnail

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টা অ্যালান ক্রুগার আত্মহত্যা করেছেন। ৫৮ বছর বয়সী ক্রুগার স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করা ছাড়াও প্রিন্সটন বিশ্বদ্যিালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন ক্রুগার। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে শ্রম মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। আর ওবামা প্রশাসনে হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিষদের প্রধান ছিলেন তিনি। আর ১৯৮৭ সাল থেকে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে অধ্যাপনা করে আসছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭