কালার ইনসাইড

১৯৯২ থেকে ২০১৯, শাহরুখের এমন দিন কখনো আসেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2019


Thumbnail

১৯৯২ থেকে ২০১৯, ২৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন বছর যাবে যে বছর শাহরুখ অভিনীত কোন সিনেমা রিলিজ পাচ্ছে না। ১৯৯২ থেকে ২০১৮, প্রতি বছর শাহরুখ অভিনীত সিনেমা রিলিজ পেয়েছে কিন্তু ২০১৯ সালে তার অভিনীত কোন সিনেমা রিলিজ পাবেনা। আগামী বছরও পাবে কিনা সন্দেহ আছে। কারণ তার হাতে এখন এমন কোন সিনেমা নেই যা আগামী বছর মুক্তি পেতে পারে। 

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ। প্রথম সিনেমার মাধ্যমেই সেরা নবাগতর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। সে বছর শাহরুখের ৪ টি সিনেমা মুক্তি পায়। ১৯৯৩ সালে মুক্তি পায় ৫ টি সিনেমা। ‘বাজিগর’,‘ডর’ সে বছরের সিনেমা। সে বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান। খল নায়ক হিসেবেও পেয়েছিলেন নমিনেশন। ১৯৯৪ সালে মুক্তি পায় দুটি সিনেমা। দুই সিনেমার জন্যই পুরস্কিত হন। ‘কাভি হ্যা কাভি না’ সিনেমার মাধ্যমে সমলোচকদের চোখে সেরা অভিনেতা হন। ‘আনজাম’ সিনেমার মাধ্যমে হন সেরা খলনায়ক। ১৯৯৫ সালে মুক্তি পায় ৭ টি সিনেমা। সে বছরেরই সিনেমা ‘করণ অর্জুন’ ও ‘দিলওয়ালে দুলহানে লে জায়েঙ্গে’। ১৯৯৬ সালে মুক্তি পায় ৫ টি সিনেমা। এর মধ্যে দুটি সিনেমায় ছিলেন অতিথি চরিত্রে।  ১৯৯৭ সালে মুক্তি পায় ৫ টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’,‘কয়লা’,‘পরদেশে’-এর মতো সিনেমা। ১৯৯৮ সালে মুক্তি পায় ৪ টি সিনেমা। যার মধ্যে রয়েছে ‘দিল সে’,‘কুচকুচ হোতা হে’র মতো সিনেমা। ১৯৯৯ সালে মুক্তি পায় ‘বাদশাহ’র মতো সিনেমা। ২০০০ সালে মুক্তি পায় ৬ টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতিন’, ‘ফির বি দিল হে হিন্দুস্থানি’।

এরপরের বছরগুলোতেও মিনিমাম দুইটি সিনেমা মুক্তি পেয়েছে শাহরুখের। ২০০৯ সালের পর ছন্দপতন হতে থাকে। ২০০৯ সালে ‘লাক বাই চান্স’ ‘বিল্লু’তে শাহরুখ খান ছিলেন অতিথি চরিত্রে। ২০১০ সালে ‘মাই নেইম ইজ খান’ ছিল শাহরুখের আলোচিত সিনেমা। এরপরই শুরু হয় শাহরুখ খানের খারাপ সময়। প্রত্যাশা পূরণ করতে পারেনা কোন ছবিই। যার সর্বশেষ উদাহরণ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’। বিগ বাজেটের সিনেমাটি শাহরুখকে ভেঙ্গে চুরে শেষ করে দেয়। বর্তমান সময়ে শাহরুখ নতুন কোন সিনেমা সাইন করতেই ভয় পাচ্ছেন। পরের সিনেমা কি হবে ভেবে পাচ্ছেন না শাহরুখ।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭