ওয়ার্ল্ড ইনসাইড

ব্রেক্সিটে তিন মাস সময় প্রার্থনা থেরেসা মে’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে তিন মাস সময় বাড়ানোর আবেদন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। স্থানীয় সময় বুধবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে লেখা চিঠিতে এই আবেদন করেন তিনি। ডোনাল্ড টাস্ককে আগামী ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পেছানোর জন্য অনুরোধ করেছেন মে।

পরপর দুই দফা মে’র খসড়া ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে বিপুল ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। এরপর তৃতীয় আরেকটি ভোটের পরিকল্পনাও ব্যর্থ হওয়ার পর ব্রেক্সিটের সময় বাড়ানোর আবেদন করলেন তিনি।

ব্রিটেনকে ইইউ থেকে বের হতে আগামী ২৯ মার্চ সময় নির্ধারণ করে দিয়েছিল ইইউ। এই সময়ের মধ্যেই মে’র ব্রেক্সিট প্রক্রিয়া চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু দেশটির এমপিরা এখন পর্যন্ত কোনো ব্রেক্সিট চুক্তিতেই একমত হতে পারেনি।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭