ইনসাইড বাংলাদেশ

সুখী দেশ: ভারতের চেয়ে ১৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

সারাবিশ্বের সুখী দেশের তালিকায় প্রতিবেশী ভারতের চেয়ে বাংলাদেশ ১৫ ধাপ এগিয়ে রয়েছে। যদিও গতবারের তুলনায় বাংলাদেশের ১০ ধাপ অবনমন ঘটেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৯’ এ্ এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৫। আর দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত আছে ১৪০ এ।

‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৯’ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখী দেশ পাকিস্তান। তাদের অবস্থান ৬৭তম। আর এই অঞ্চলের সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান আছে ১৫৪-তে।

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরে আছে ভুটান ৯৫তম। ১০০তম অবস্থানে নেপাল। শ্রীলঙ্কা ১৩০ ও ভারত ১৪০তম অবস্থানে।

উল্লেখ্য, দুর্নীতির অনুপস্থিতি, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক ক্ষেত্রে সহযোগিতা, স্বাধীনতা, শিষ্টাচার ও মাথাপিছু মোট দেশজ উৎপাদন বিবেচনায় নিয়ে সুখী দেশের তালিকা তৈরি করে এসডিএসএন। জাতিসংঘের এই সংস্থাটির মতে, এবছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে দুঃখী দেশ হলো দক্ষিণ সুদান। আর এশিয়ার মধ্যে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ইসরায়েল। বিশ্বে তাদের অবস্থান ১৩তম।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭