ইনসাইড বাংলাদেশ

রাজধানীর সড়কে মৃত্যুর মিছিল চলছেই, এবার বলি মাদ্রাসাশিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

রাজধানী ঢাকার মহাসড়কে মৃত্যু মিছিল যেন কোনভাবেই থামছে না। গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা গেটে সুপ্রভাব বাসের চাপায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাজধানী যখন উত্তাল তখন গত রাতে করতোয়া কুরিয়ারের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পল্টনে নিহত হন অজ্ঞাত (৪০) এক ব্যক্তি। রাত পার হতে না হতেই কল্যাণপুরে তেলবাহী লরিতে চাপা পড়ে জীবন দিলেন আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় মাদ্রাসাশিক্ষক আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ‍উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদ্রাসাশিক্ষক আবদুর রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭