ইনসাইড বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটিতে আজ বসছে না নবম স্প্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত তা বসানো হয়নি। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে স্প্যানটি আজ বসানো হচ্ছে না বলে জানিয়েছেন সেতুর প্রকৌশলীরা। স্প্যানটি পিলারের একেবারে কাছাকাছি নিয়ে রাখা হয়েছে বলে জানান তারা। আগামীকাল শুক্রবার স্প্যানটি ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর বসানো হবে।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছে। শুক্রবার নবম স্প্যানটি বসানোর পরে পদ্মাসেতুর ১ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হবে।

আজ সকাল ৮টা থেকেই স্প্যান বসানোর কাজ শুরু হলেও বেলা সোয়া ১১টার দিকে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে প্রকৌশলীরা স্প্যান বসানোর প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭