ইনসাইড গ্রাউন্ড

গলফে জামালের দ্বিতীয় শিরোপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

বড় বড় খেলার খবরের ভিড়ে হারিয়ে যায় ছোট ছোট খেলার সংবাদগুলো। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায় বাংলাদেশের ক্রিকেটারদের সংবাদ নিয়ে ব্যস্ত ছিলো দেশের গণমাধম্যগুলো। তাই সেদিন চাপা পড়ে যায় ভারতের পিজিপিআই টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ের খবর। বেঙ্গল ওপেন গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা।

সংবাদ মাধ্যম ও ক্রীড়াপ্রেমীদের আড়ালে সাতবছর পর জামাল দেশকে উপহার দিলেন গলফের আন্তর্জাতিক শিরোপা। যদিও টুর্নামেন্টের প্রথম দুদিন শেষে ৩৯তম স্থানে ছিলেন জামাল। কিন্তু শেষ দুদিন অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান তিনি।

পারের চেয়ে আট শট কম খেলে তৃতীয় দিন শেষ করেন তিনি। আর চতুর্থ দিনে পারের চেয়ে ৭ শট কম খেললেন জামাল। সবমিলিয়ে পারের চেয়ে ১৮ শট কম খেলে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জেতেন দেশের এই পেশাদার গলফার।

এই শিরোপা জয়ে পিজিটিআই অর্ডার অব মেরিটে ৪৬তম স্থান থেকে এক লাফে ছয় নম্বরে উঠ এসেছে জামাল। পুরস্কার হিসেবে জিতেছেন বেঙ্গল ওপেনের ৪ লাখ ৮৪ হাজার ৯৫০ রুপি। এবার ইন্ডিয়ান ওপেন ও এশিয়ান ট্যুরে ভালো করতে চান জামাল হোসেন মোল্লা।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭