ইনসাইড বাংলাদেশ

৪৮ ঘণ্টার ঘুমে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্জারির পর গভীর ঘুমে রয়েছেন তিনি। পোস্ট অপারেটিভে তাকে ৪৮ ঘণ্টা ঘুম পাড়িয়ে রাখা হবে। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য জানিয়েছে।

পোস্ট অপারেটিভে ওবায়দুল কাদেরকে কেউ দেখতে পারছেন না। এমনকি বাংলাদেশ থেকে ভিআইপি পদমর্যাদার কেউ গেলেও তিনিও দেখতে পারছেন না। তার ঘুমে যেন কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য এমনটি করা হয়েছে।

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের এবং শরীরের সর্বশেষ অবস্থার বিষয়ে সিঙ্গাপুর সময় আজ বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চিকিৎসকদের ব্রিফ করার কথা রয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭