ওয়ার্ল্ড ইনসাইড

রক্তাক্ত কার্পেটগুলোকেও কবর দেবে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের রক্তাক্ত কার্পেটগুলোকেও কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার এক সপ্তাহ পর আগামীকাল খুলে দেওয়া হবে মসজিদটি। সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে এই মসজিদেই অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল। আর মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছিল মসজিদের কার্পেটগুলো। সেই কার্পেটগুলোকেই কবর দিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

মসজিদের ইমাম বলেছেন, কর্মীরা দিনরাত কাজ করে মসজিদ মেরামত করছেন। আগামীকাল শুক্রবারই খুলে দেওয়া হবে সেটি। আর রক্তাক্ত কার্পেটগুলোকে কবর দেওয়া হবে।

গত শুক্রবার জুমার নামাজের সময় প্রথম আল নূর মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্যবাদী ব্রেন্টন ট্যারান্ট। এই মসজিদের পর লিনউড মসজিদেও জুমার নামাজ চলাকালীন সময়ে নির্বিচারে গুলিবর্ষণ করে সে। এই নৃশংস ঘটনার ঠিক এক সপ্তাহ পর খুলে দেওয়া হচ্ছে এই মসজিদ দুটি। আগামী কালের জুমায় অংশ নিতে অন্তত সারাবিশ্ব থেকে অন্তত চার হাজার মুসল্লি নিউজিল্যান্ডে জমায়েত হচ্ছেন বলে জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭