ইনসাইড গ্রাউন্ড

অনলাইনে কিনুন বিশ্বকাপের টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2019


Thumbnail

গত বছর মাঝামাঝি সময় শেষ হয় যায় সব ম্যাচের টিকিট। কিন্তু টিকিট না পাওয়া ক্রিকেটপ্রেমিদের জন্য বিশেষ বিকল্প ব্যবস্থা করে রেখে ছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আবারো অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার থেকে প্রায় সাড়ে ১৩ হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনলাইনে ছাড়া হয় বাড়তি টিকিট। অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে ভিজিট করতে হবে আইসিসির টিকিট বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটে tickets.cricketworldcup.com । এই সাইট ব্যতীত অন্য কোথাও থেকে টিকিট কেনাবেচা করা হলে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এর আগে প্রথম দফায় ৮ লাখ টিকিটের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছিলো প্রায় ৩০ লাখ। ফলে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায় সেবার। এবার ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হচ্ছে বাকি থাকা টিকিটগুলো। তবে প্রায় সব দেশের, সব ভেন্যুর টিকিটই দেয়া হচ্ছে এবার। তবে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭