লিভিং ইনসাইড

মোবাইল ফোন ব্যবহারে কিছু আদবকেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/03/2019


Thumbnail

আপনি বাসে চড়ে মহানন্দে কোথাও যাচ্ছেন, মাঝেমাঝে ঘুমে চোখটা বুজেও আসছে। কিন্তু আপনার পাশে বসেছে অদ্ভুত এক ব্যক্তি। কিছুক্ষণ পরপর বিকট রিংটোনে তার ফোনটা বেজে উঠছে। সে সেটা রিসিভ করে উচ্চস্বরে কথা শুরু করলো। তার পরিবার, ব্যবসা নিয়ে সবার সামনেই খোলামেলা কথা, হাসাহাসি, বকাবকি করে মাথাটা খারাপ করে দিলো একেবারে। আপনি বা অন্য যাত্রীরা ভদ্রতার খাতিরে হয়ত তাকে কিছু বলতে পারছেন না। কিন্তু ব্যাপারটা তো বুঝতে হবে সবাইকেই।

দিন কে দিন মোবাইল ফোন প্রয়োজনের সঙ্গে সঙ্গে ফ্যাশনের অন্যতম অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোনের সঠিক ব্যবহার আপনাকে করে তুলবে আরো রুচিশীল আর স্মার্ট। তাই সাধারণ এসব আদবকেতায় সচেতন হোন এভাবে-

ফোনের রিংটোন

মোবাইলের রিংটোন শুনেই অন্যের রুচিবোধ সম্পর্কে বুঝে নেওয়া যায়। আপনি নিজে চলেন রুচিশীল হয়ে, অথচ লোকসম্মুখে আপনার ফোনটি বেজে উঠলো খুব রুক্ষভাবে, কড়া সুরে। প্রতিটি মানুষ তার পছন্দ অনুসারে ফোনের রিংটোন ঠিক করে। আপনি মার্জিতভাবে চলতে চাইলে, কারো মনোযোগ নষ্ট করতে না চাইলে হালকা সুরের গান, কবিতা বা সুর ব্যবহার করবেন। এতে কেউ বিরক্তও হলো না, আপনিও হাস্যকর হলেন না।

কথা বলুন আস্তেধীরে

অনেকেই ফোনে কথা বলার সময়ে উচ্চস্বরে কথা শুরু করেন। এতে পাশের মানুষটি যথেষ্ট বিরক্ত হয়। ফোনে কথা বলার সময় গলার স্বর নমনীয় রাখুন। ঘরে, সবার সামনে, দাওয়াতে, মিটিংয়ে বা গণপরিবহনে বসে আস্তেধীরে কথা বলুন। এগুলো খারাপ দেখায়, আপনাকে ছোট করে তোলে।

ভাষার সঠিক ব্যবহার করবেন

ফোন কানে ঠেকিয়ে আমরা উদ্ভট সব কথাবার্তা বলতেও দ্বিধা করি না। কিন্তু ফোনে সবার সামনে কোনো প্রকার অশালীন শব্দ ব্যবহার করবেন না। অনেকেই বন্ধু বা প্রিয়জনকে কথায় কথায় গালি দিয়ে কথা বলে। এ অভ্যাস একেবারেই বাদ দিন। শুধু ফোনে না সকল ক্ষেত্রেই এই বাজে অভ্যাস ত্যাগ করা উচিত। আবার অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলে। সেক্ষেত্রে পরিবার, কাছের বন্ধু ছাড়া অন্য কারো সঙ্গে মোবাইলে আঞ্চলিক ভাষায় কথা না বলাই উত্তম। অনেকে আপনার বলা আঞ্চলিক কথা না বুঝে কথার ভুল ব্যাখ্যা করতে পারেন। তাই ভাষা ব্যবহারে সতর্ক হওয়া ভালো।

আবদ্ধ স্থানে বা গুরুত্বপূর্ণ আলাপে কথা বলার অভ্যাস

আবদ্ধ স্থানে মোবাইলে কথা না বলাই ভালো। নিতান্ত প্রয়োজন ছাড়া আবদ্ধ স্থান যেমন লিফট, ওয়াশরুম, সরু সিড়িতে কথা বলবেন না। কল এলে সেটা কেটে না হয় পরেই ফোন দিন, নয়তো মেসেজ দিয়ে রাখুন।

আবার অফিসের মিটিং হোক বা কারো সঙ্গে আলাপে চেষ্টা করুন ফোনটা সাইলেন্ট মোডে রাখতে। সাইলেন্ট মোডে রাখতে না পারলে ভ্রাইব্রেশন দিয়ে রাখুন। সেখানে ভুলেও রিংটোন এর সাউন্ড দিয়ে রাখবেন না। মিটিং বা আলাপের সময় কোনো কল আসলে বা কল করার দরকার হলে যার সঙ্গে আলাপ করছেন তার অনুমতি নিয়ে নিন। মোবাইলের কাজ শেষ হলে এর কারণে দুঃখপ্রকাশও করে নিন। কোনো মিটিং বা অনুষ্ঠানে গেলে কখনোই হাতের ব্যাগ কোলের ওপর বা টেবিলের ওপর রাখবেন না। ব্যাগ পায়ের কাছে রাখাটাই ভদ্রতা।

লাউড স্পিকারের কথা বলা

নিজের ঘরের মধ্যে না থেকে সবার সামনে থাকলে স্পিকার অন করে কথা বলবেন না। এটা খুবই বিরক্তির হতে পারে। আর আপনাদের দুইপক্ষের কথা অন্যকে কেন শোনাতে যাবেন? এমনটা না করে লাউড স্পিকার বন্ধ রাখবেন । আবার অনেকে জোরে সাউন্ড দিয়ে লাউডস্পিকার এ গান শোনেন। এটাও অভদ্রতা। হেডফোন ব্যবহার করতে পারেন।

ব্যক্তিগত কথা

জনসমক্ষে ব্যক্তিগত আলাপ করা উচিৎ নয়। আপনার ব্যক্তিগত সমস্যা, গোপনীয় ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকুন। খুব প্রয়োজন হলে অন্যের কাছ থেকে কিছু দূরত্ব রেখে আস্তে কথা বলুন।

বিশেষ স্থানগুলোতে কথা বলা

ধর্মীয় উপাসনালয়, শ্রেণীকক্ষে, লাইব্রেরি, হাসপাতাল, জাদুঘরে প্রবেশের সময় মোবাইল বন্ধ রাখা ভালো। আর নয়তো সাইলেন্ট মোডে। আর খুব দরকার হলে ভাইব্রেশন দিয়ে রাখুন। না হলে হুট করে ফোন বেজে উঠলে আপনাকে নির্বোধ মনে করবে।

সুন্দর সম্ভাষণে কথা শুরু করা

পরিচিত বা অপরিচিত যেকোনো নম্বর থেকে ফোন এলে প্রথমে হ্যালো বা সালাম জানিয়ে কথা বলা শুরু করুন। অনেকেই ব্যস্ততার কারণে এই ভদ্রতাও ভুলে যান। এতে অপরপক্ষের একটা ভুল ধারণা তৈরি হতে পারে।

অফিসে মোবাইল ফোন ব্যবহার

অফিসে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। কারণ অফিস হচ্ছে কাজের জায়গা। সেখানে যদি মোবাইল ফোনে অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা হয় তাহলে আপনার কাজের ক্ষেত্রে যেমন সমস্যা হতে পারে। আবার আপনার পাশের সহকর্মীও বিরক্ত হতে পারে। তাছাড়া অফিসের শৃঙ্খলা বজায় রাখতেও এ ব্যাপারে দরকার বাড়তি সতর্কতা। ফোন এলে সিট থেকে উঠে গিয়ে কথা বলবেন। এমন স্থানে কথা বলবে যাতে অন্য কারো কানে কথা না পৌঁছায়।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭