ওয়ার্ল্ড ইনসাইড

ব্রিটেনে ২ বাংলাদেশির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2017


Thumbnail

ব্রিটেনে হালাল মাংস নিয়ে প্রতারণা করার দায়ে দুই বাংলাদেশিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) লিচেস্টার ক্রাউন কোর্ট ট্রাইব্যুনাল তাদের এ দণ্ড দেন। সেই সঙ্গে উভয়কে ১২০ পাউন্ড করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহমুদুর রহমান (৪৬) ও কামাল রহমান (৫৪)। তারা পিটারবারায় মাংসের ব্যবসা করে আসছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ ব্যবহার করে হালাল মাংসের নামে সাধারণ টার্কি সরবরাহ করে আসছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যবসায়ী।

ট্রেডিং স্ট্যান্ডার্ড অথরিটি দ্বারা তাদের এ জালিয়াতি ধরার পর গত ৯ মার্চ তারা লেস্টার ক্রাউন কোর্টের ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ২০ এপ্রিল ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

২০১৩ সালে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারির পর লিচেস্টারশায়ার ফুড সেফটি টিম নিয়মিত পরীক্ষা শুরু করলে তাদের এ জালিয়াতি ধরা পড়ে।

ডাচ বাংলা লিমিটেড নামের সরবরাহকারী পিটারবারের এ প্রতিষ্ঠানটি টার্কি মাংসকে হালাল ভেড়া হিসেবে লিচেস্টারশায়ার, মিডিলসবারা, ও পোর্স্টমাউথ এলাকার বিভিন্ন দোকান, পাইকারি বিক্রেতা, রেস্টুরেন্টে সরবরাহ করতো। যার পরিচালক ছিলেন মাহমুদর রহমান।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭