ওয়ার্ল্ড ইনসাইড

হাতি চেয়ে বিড়াল পেলেন থেরেসা মে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

ব্রেক্সিটের সময় তিন মাস বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কাছে আবেদন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। কিন্তু ইইউ তিন মাসের বদলে মে’কে দিয়েছে মাত্র দুই সপ্তাহ। সুশৃঙ্খলভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার জন্য এটিই মে’র শেষ সুযোগ বলেও উল্লেখ করেছেন ইইউ নেতারা।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ১২ এপ্রিল পর্যন্ত ব্রেক্সিটের সব ধরনের বিকল্পই মে’র হাতে থাকবে। যেমন: চুক্তিসহ ব্রেক্সিট, চুক্তি ছাড়া ব্রেক্সিট, লম্বা বিলম্ব কিংবা আর্টিকেল ৫০ পরিহার- এসবের মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নিতে পারবে ব্রিটিশ সরকার।

মাত্র দুই সপ্তাহ সময়ের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নতুন ব্রেক্সিট চুক্তিতে এমপিদের সম্মতি আদায় করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মে তিন মাসের বদলে মাত্র দুই সপ্তাহ সময় পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যঙ্গ-বিদ্রুপ করছেন। ব্রিটিশরা বলছেন, তাদের প্রধানমন্ত্রী ইইউ এর কাছে হাতি চেয়েছিলেন। কিন্তু ইইউ তাকে ধরিয়ে দিয়েছে বিড়াল।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭