ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

বাসের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, মা এবং ছোট ভাই।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আবরারের পরিবারকে সান্ত্বনা দেন। তিনি বলেন, তাদের শোকে তিনি নিজেও সমব্যথী। এসময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন এবং  ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সকালে বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। টানা দু’দিনের বিক্ষোভের পর প্রশাসনের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত কর্মসূচী স্থগিত করে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭