ইনসাইড গ্রাউন্ড

লড়াই করে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের বিস্তর ফারাক। বাংলাদেশের ১৯২’র বিপরীতে বাহরাইনের অবস্থান ১১১তম। ৮১ ধাপ পিছিয়ে থেকে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে স্বাগতিকদের বিপক্ষে উড়ে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু এমনটা হয়নি। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাহরাইনের ঈসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীদের গর্জনে অনেকটাই কাবু ছিলো স্বাগতিক দর্শকরা। এমন ভালোবাসার জবাব দেওয়ার চেষ্টা করেছেন মাশুক মিয়া-জাফর ইকবালরা। গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক প্রবাসী হারের স্বাদ পেলেও সন্তুষ্ট ছিলো ফুটবলারদের পারফরম্যান্সে। ২১ মিনিটে গোল হজমের পরও দুর্দান্ত খেলেছে জেমি ডে’র শিষ্যরা। বারবার আক্রমণে গিয়েও ব্যর্থ হয়েছেন দলের স্ট্রাইকাররা। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আগামীকাল ২৪ মার্চ (রোববার) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। এর দুদিন পর ২৬ মার্চ শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭