ইনসাইড গ্রাউন্ড

রাতে শুরু আইপিএল; থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

আইপিএলের সঙ্গে বিশ্বকাপের ফরম্যাটের মিল নেই। বিশ্বকাপে চোখ রেখে আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। প্রথম দিনে রাত সাড়ে আটটায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলি’র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১২ মে। এর ১৭ দিন পর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এজন্য অনেক ক্রিকেটারের কাছে এটি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। এবাারে আলাদা নজরে থাকছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে এক মৌসুম পর আবারো আইপিএলে ফিরেছেন তারা। এই টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সে নির্ভর করছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড। একই অবস্থা ভারতের। তাদের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা ঠিক আইপিএলে ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখে।

আগের সবগুলো আসর শুরু আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করা হতো। কিন্তু এবার সেটা হচ্ছে না। এ থেকে বেঁচে যাওয়া অর্থ প্রদান করা হবে পুলওয়ামা হামলায় নিহত সেনাসদস্যদের পরিবারকে। বলিউডের নাচ-গান না থাকলেও সেনাবাহিনীর একটি দলের পরিবেশনায় থাকছে ‘মিলিটারি ব্যান্ড’ পারফরম্যান্স।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭