ইনসাইড বাংলাদেশ

ধর্ষক রুহুল আমিনের জামিন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের এক বছরের জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

গত সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেন। কিন্তু হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের প্রেক্ষিতে আজ এই জামিন বাতিল করে হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। 

ওই নারীর অভিযোগ, ভোটের সময় নৌকার সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের ‘সাঙ্গপাঙ্গরা’ বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে চরজুবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

বাংলা ইনসাইডার/এসআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭