ইনসাইড গ্রাউন্ড

রোনালদোর হতাশার দিনে উড়েছেন স্টার্লিং-এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

২০২০ সালের ইউরো বাছাইয়ে সহজ পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। কিন্তু ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

নিজেদের প্রথম ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের পর এ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হয় সিআরসেভেনের। প্রায় নয় মাস পর ফেরাটাকে স্মরণীয় করতে পারলেন না জুভেন্টাস তারকা।

এছাড়া ‘এইচ’গ্রুপের ম্যাচে মলডোভাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের হয়ে একটি করে গোল করেন আঁতোয়া গ্রিজম্যান, রাফায়েল ভারানে, অলিভার জিরুদ ও কিলিয়ান এমবাপ্পে।

এদিকে, ইউরো বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে চেক রিপাবলিককে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটির তারকার তিন গোলের সঙ্গে স্কোরশিটে নাম তুলেছেন হ্যারি কেইন। আর আর অপর গোলটি এসেছে আত্মঘাতী থেকে।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭