ইনসাইড বাংলাদেশ

ডাকসুর আজীবন সদস্য শেখ হাসিনা, বিরোধিতা নূরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2019


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য করা হয়েছে। আজ শনিবার ডাকসু’র প্রথম সভাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সংসদের নবনির্বাচিত নেতারা।

ডাকসুর প্রথম কার্যকরী সভায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিমা অর্ণি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন। পরে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সভাপতির কাছে এই প্রস্তাব তুলে ধরেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়ার বিরোধিতা করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। যদিও কমিটির বাকি ২৪ জন সদস্য প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়ার প্রস্তাবে একমত পোষণ করেন এবং শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেয়ার প্রস্তাব পাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেয়ার বিরোধিতা করে নূর বলেন, ‘যেহেতু এই নির্বাচন বিতর্কিত সেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়া উচিৎ নয়।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসেন ডাকসুর নবনির্বাচিত সদস্যরা। সেদিন প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেন বারবার রং বদলানো নুরুল হক নূর। আর আজ তিনিই ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়ার বিরোধিতা করলেন। 

এর আগে, আজ বেলা সাড়ে এগারটা নাগাদ শুরু হয় ডাকসুর কার্যকরী সভা। এ সভা শুরু হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানীসহ  নির্বাচিত সদস্যরা। সভায় উপস্থিত আছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭