ইনসাইড আর্টিকেল

আমার বাবার চেক বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2017


Thumbnail

আমার বাবার চেক বই
শিক্ষক: বলো দেখি জামাল, জীবনে বড় হতে হলে কোন বই তোমাকে সবচেয়ে সাহায্য করবে?
জামাল: স্যার, আমার বাবার চেক বই। 

খালি চোখে দেখা যায় না
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক সবাইকে ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বলেছেন। সবাই ছবি এঁকে খাতা জমা দিয়েছে। কিন্তু হাবলু খাতায় কোনো ছবিই আঁকেনি।
তা দেখে শিক্ষক হাবলুকে বললেন, ‘কিরে হাবলু, খাতায় তো দেখি কিছুই আঁকিসনি তুই।’
হাবলু বলল, ‘স্যার, আমি ব্যাকটেরিয়া ঠিকই এঁকেছি। কিন্তু ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না। এ কারণে হয়তো আপনি দেখতে পারছেন না।’ 

টক-শো
এসএসসি পরীক্ষার আগের দিন পরামর্শমূলক লাইভ অনুষ্ঠানে এক স্কুলের প্রধান শিক্ষককে আনা হয়েছে। বেশ রাগি স্বভাবের তিনি। 
তার বকৃতার মাঝে একটা ফোন এল। একজন ছাত্র ফোনে তার সমস্যার কথা বলল। তার কথা শেষ হতে না হতেই শিক্ষক গর্জে উঠলেন। বললেন, ‘পরীক্ষার আগের দিন টিভির সামনে বসে কী করো? ফাইজলামির আর জায়গা পাওয়া গেল না? যাও, পড়তে যাও।’

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭