ইনসাইড পলিটিক্স

প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর বদলে গেলো জাপার নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2019


Thumbnail

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। একাধিক সরকারী দায়িত্বশীল সূত্র বলেছে, বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গণভবনে যান রওশন এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে ৩০ মিনিটের মতো কথাবার্তা বলেন। এর পরেই জাপায় নাটক শুরু হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, এরশাদ বা জিএম কাদেরের চেয়ে রওশন এরশাদই প্রধানমন্ত্রীর বেশি আস্থাভাজন। এরশাদ যেহেতু অসুস্থ, তাই জিএম কাদেরই কার্যত জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন। জিএম কাদেরের বেশ কিছু ভূমিকা ও কার্যক্রম সরাসরি সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন। এদিকে, রওশন এরশাদ জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত যেভাব রওশন এরশাদের নেতৃত্বে সংসদ ও সংসদের বাইরে জাতীয় পার্টির কার্যক্রম পরিচালিত হয়েছে, সরকার চাইছে সেই একই ধারায় জাতীয় পার্টি কার্যক্রম পরিচালনা করুক।

এজন্য, এ বৈঠকের পরই জিএম কাদেরকে সরিয়ে দিয়ে রওশন এরশাদকে নেতৃত্বে আনা হয়েছে। যেহেতু এরশাদ এখন অসুস্থ এবং দলের কোনকিছু দেখভাল করতে পারছেন না। কাজেই এ পরিবর্তনের ফলে রওশন এরশাদই জাপার দায়িত্ব নিলেন। তবে জাতীয় পার্টির এই পটপরিবর্তনে সরকারের ভূমিকাই মুখ্য বলে রাজনৈতিক পর্যবেক্ষকমহল মনে করছে।   

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭