ইনসাইড বাংলাদেশ

একাত্তরের গণহত্যার কথা ফোরামে তুলবে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2019


Thumbnail

একাত্তরের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলার কথা জানিয়েছে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল অ্যাডভাইজার অন প্রিভেনশন অব জেনোসাইড অ্যাডামা ডিয়েং। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি।

অ্যাডামা ডিয়েং বলেন, আমরা ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবো। যদিও তখন কিছু দেশ এর বিরোধিতা করতে পারে।

গণহত্যার বিষয়টি ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারকে চাপ দিতে হবে। সে প্রচেষ্টা আমরা নিয়েছি।

জাতিসংঘের গণহত্যা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা চাই ওই ঘটনায় যারা জড়িত তাদের বিচার হোক। রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাক।

সাক্ষাতে অ্যাডামা ডিয়েং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতীক।’

অ্যাডামা ডিয়েং এর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী একাত্তরে পাক বাহিনীর নৃশংসতার কথা তুলে ধরেন। পাশাপাশি নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, রোহিঙ্গা ইস্যু ও নারীর ক্ষমতায়ন নিয়েও কথা বলেন তিনি।

সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭