ইনসাইড গ্রাউন্ড

ফিরেই স্বরূপে ওয়ার্নার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2019


Thumbnail

বল টেম্পারিংয়ের দায়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ডেভিড ওয়ার্নার। এজন্য খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর। এবার ফিরে নতুন করে চেনালেন নিজেকে। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটসম্যান। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা না উঠলেও এবারের আইপিএলে স্বরূপে ফিরেছেন ওয়ার্নার। সানরাইজার্স হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন ডেভিড ওয়ার্নার। প্রতি ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ পর্যন্ত হায়দ্রাবাদের জার্সিতে প্রতি আসরেই চারশ’র উপর রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত মৌসুমে তাঁর অভাবটা বেশ ভালোভাবে টের পেয়েছে হায়দ্রাবাদ। এবার প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন তিনি।

১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে ৩১ বলে অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। ব্যক্তিগত ৫৩ বলে ৮৫ রানে আউট হন তিনি। এটি আইপিএল ক্যারিয়ারে ওয়ার্নারের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭