ওয়ার্ল্ড ইনসাইড

সেরা শিক্ষক হলেন তাবিচি, পুরস্কার ১০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2019


Thumbnail

বিশ্বের সেরা শিক্ষক হলেন কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিজ্ঞান শিক্ষক পেটার তাবিচি। গ্লোবাল টিচার প্রাইজ-২০১৯ জিতে তাবিচি পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার মূল্যের জিতেছেন।

গতকাল রোববার (২৪ মার্চ) দুবাইয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পেটার তাবিচির হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সারাবিশ্বের ১৭৯টি দেশের প্রায় ১০ হাজার মনোনয়ন যাচাই বাছাই করে তাবিচিকে সেরা শিক্ষকের ঘোষণা দেয় জুরি বোর্ড। পুরস্কারের অর্থায়ন করেছে ভারেকি ফাউন্ডেশন। 

তাবিচি কেনিয়ার নাকুরর পাউয়ানি গ্রামের বাসিন্দা। কেরিকো মিক্সড ডে সেকেন্ডারি স্কুলে পড়াচ্ছেন তিনি। কেনিয়ার এই অঞ্চল চরম দারিদ্র পীড়িত। সেখানকার শিক্ষার্থীরা ইউনিফর্ম বা বই কিনতে পারে না। তাবিচি তার বেতনের ৮০ ভাগই শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতেন।

তাবিচির কেরিকো মিক্সড ডে স্কুলটিতে ক্লাসরুমের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি। শিক্ষক সংকটও রয়েছে সেখানে। ইন্টারনেট সংযোগ সহজলভ্য না হওয়ায় শহরের সাইবার ক্যাফে থেকে বিজ্ঞান শিক্ষার উপকরণ সংগ্রহ করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করেন তাবিচি।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭