কালার ইনসাইড

গানের যুবরাজের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2019


Thumbnail

আজ ২৫ মার্চ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে জন্ম নেন বাংলা গানের এই যুবরাজ। আজকের সুন্দর এই দিনটাতে আসিফের কাছের মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের অন্যরকম ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই কন্ঠশিল্পী। 

তবে আজ মন ভালো নেই আসিফের। কারণটা কারো অজানা নয়। মাত্র দুই দিন আগে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তার ঘনিষ্ঠ শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। সদ্য প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান প্রকাশ করবেন তিনি। গানটির শিরোনাম দিয়েছেন ‘লাশ’। গানটির ভিডিও নির্মাণ করবেন সৈকত নাসির। আগামী ২৮শে মার্চ প্রকাশ পাবে গানটি। রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার এর প্রতিযোগী তরুণ সুরকার গীতিকার প্রিন্সের কথা সুর এবং মীর মাসুমের কম্পোজিশনে তৈরী হয়েছে গানটি।

তবে আসিফ তার জন্মদিন কখনোই বিশেষভাবে পালন করেন না। এর কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এই দিনটিতে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়।

আসিফ আকবরের জন্ম কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবার নাম আলী আকবর ও মা রোকেয়া আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে।



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭