ইনসাইড পলিটিক্স

নাখোশ জিএম কাদের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2019


Thumbnail

ব্যর্থতার অভিযোগে দলের কো-চেয়ারম্যান পদ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেয়ায় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের উপর বিশেষ নাখোশ হয়েছেন জিএম কাদের। নিজের ব্যর্থতার দায় কোনভাবেই মানতে নারাজ তিনি। বাংলা ইনসাইডারকে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রেসকে মিথ্যা তথ্য দেয়া হয়েছে, আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে যা সর্বস্ব মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, আমি যতদিন কো-চেয়ারম্যান কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম ততদিন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। তৃণমমূলের নেতা-কর্মীদের সাথেও আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল। বরঞ্চ এখানে সাহেব-বিবির খেলা হয়েছে। অদৃশ্য সুতোর টানে সবকিছু করা হয়েছে। জাতীয় পার্টিকে চীরতরে ধ্বংস করার জন্য যা প্রয়োজন ছিল সেটাই করা হয়েছে। তিনি বলেন, এবার আমরা প্রতিজ্ঞা করেছিলাম সংসদে বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখবো। কিন্তু সেটা কি বিরোধী দল এখন করতে পারছে? তিনি বলেন, আজ্ঞাবহ বিরোধী দল দিয়ে জনগণের কোন কল্যাণ সাধন সম্ভব হয়। বিরোধী দলকে ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে-আর এটার জন্য হাঁত-পা খুলে দিতে হবে।

এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান এবং ক্লিন ইমেজের অধিকারী এ সংসদ সদস্য বলেন, একটি দল যদি সংসদে স্বতন্ত্র ভূমিকা রাখতে না পারে সেখানে শত কোটি টাকা খরচ করে সাংসদদের বক্তব্য দেয়ার প্রয়োজন কী? তবে বর্তমান বিরোধী দলকে আরো সোচ্চার এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান একাদশ সংসদের বিরোধী দলীয় এ সংসদ সদস্য। অনেকটা ক্ষোভমিশ্রিত কণ্ঠে জিএম কাদের বলেন, রাজনীতি বলতে যা শিখেছি এখন দেখছি আসলে রাজনীতিটা তা নয়। এখন রাজনীতি কূটকৌশলে ভরপুর।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭