ইনসাইড বাংলাদেশ

খুনি নূর চৌধরীকে দেশে ফেরাতে আজ কানাডার আদালতে শুনানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2019


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য কানাডার আদালতে করা মামলার শুনানি শুরু হচ্ছে। আজ বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে কানাডার ফেডারেল আদালতে এ শুনানি হবে।

কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে গত বছরের ৬ জুলাই মামলাটি করা হয়। শরণার্থী সংক্রান্ত একটি আবেদন ২০০৪ সালে খারিজ করে দেন কানাডার আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে ২০০৭ সালে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত।

এরপর নূর চৌধুরীকে দেশে ফেরাতে গত বছর কানাডার ফেডারেল আদালতে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। আজ সোমবার দেশটির ফেডারেল আদালতে যার শুনানি অনুষ্ঠিত হবে।

কানাডায় বাংলাদেশ হাইকমিশনের আশা, শুনানি শেষে নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে জানা যাবে। এর ফলে তাকে দেশে ফেরত এনে সাজা কার্যকরের প্রক্রিয়াটি অনেকটাই সহজ হবে।

 

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭