ওয়ার্ল্ড ইনসাইড

‘বাংলাদেশ ডে’ পালন করলো ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/03/2019


Thumbnail

গতবছরের মতো এবারও ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে পালন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের মানুষ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি মার্কিনিরাও অংশ নিয়েছেন। ওয়াশিংটন ডিসির মেয়র মিউর‍্যাল বাউজার বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রত্যেক বাংলাদেশিকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন।

মেয়র মিউর‍্যাল বাউজার তার বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গত বছর তিনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনটিকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে পালনের ঘোষণা দেন। সেবারের মতো এ বছরেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এদেশের এগিয়ে যাওয়ার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭