ইনসাইড সাইন্স

বিমানের ফ্লাইটে কী পরিমাণ তেল লাগে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/03/2019


Thumbnail

আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, বিমানে কী পরিমাণ তেলের দরকার হয়? বোয়িং ৭৪৭ এর মতো একটি বিমান প্রতি সেকেন্ডে প্রায় ১ গ্যালন বা ৪ লিটারের মতো তেল ব্যবহার করে। অর্থাৎ যদি একটি বিমান ১০ ঘণ্টার জন্য উড়াল দেয় তার জন্য প্রায় ৩৬ হাজার গ্যালন বা দেড় লাখ লিটার তেলের দরকার হয়। প্রতি কিলোমিটার বিমানটি চলার জন্য প্রায় ৩ গ্যালন বা ১২ লিটার তেলের দরকার পড়ে।

মনে হতে পারে, বিশাল পরিমাণ তেল খরচ করে খুব দূরত্ব অতিক্রম করে বিমান। কিন্তু এটা যদি বিবেচনা করেন, একটা বোয়িং বিমান ৫৬৮ জন যাত্রী বহনে সক্ষম। আমরা যদি ধরি, সবগুলো সিট পূর্ণ হয়নি, তাহলেও ৫০০ যাত্রী নিয়ে বিমানটি উড়াল দেয়। বিমানটি ৫০০ জনকে নিয়ে ৫ গ্যালন তেলে ১ মাইল পাড়ি দেয়। অর্থাৎ প্রতিজনের জন্য প্রতি মাইলে .০১ গ্যালন তেল খরচ হয়। অর্থাৎ প্রতিজনের জন্য ১ গ্যালনে ১০০ মাইল পাড়ি দিচ্ছে বিমানটি। যেখানে একটি সাধারণ কার প্রতি গ্যালনে মাত্র ২৫ মাইল যেতে পারে। সে হিসেবে একটি কার যদি চারজন মানুষকেও বহন করে সেখানে বিমানে ঘণ্টায় ৫৫০ মাইল বা ৯০০ কি.মি. পাড়ি দেয়া বিমানের খরচটা কি আহামরি বেশি!

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭