ইনসাইড এডুকেশন

ভিসির সঙ্গে বৈঠকে ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান।

এ বৈঠকে ভিপি নুর ছাড়াও আরও উপস্থিত আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান ও ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে যান ভিপি নুরসহ অন্যরা। সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় ও লাঞ্ছিত করা হয়।

এর প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ আরও কয়েকটি দাবিতে গতকাল রাত ৮টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নুরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর সকালে ৮টা ৫৮ মিনিটে ভিসিসহ অন্যরা এসে মাইক্রোতে করে ‍নুরকে নিয়ে যায়।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭