ইনসাইড বাংলাদেশ

‘অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধেই মামলা; একটিও মিথ্যা নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2019


Thumbnail

‘বেগম খালেদা জিয়ার যে মামলা সে মামলা আওয়ামী লীগের দেওয়া নয়। এটা ছিল তত্বাবধায়ক সরকারের দেওয়া। তত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপ্রধান, সেনা প্রধানসহ সবই ছিল খালেদা জিয়ার নিজের পছন্দের লোকজন দিয়ে দেওয়া। তাদের হাতেই এতিমের মামলা আত্মসাতসহ বিভিন্ন মামলায় তিনি এখন জেলে।’ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক।

শুক্রবার বিকেল ৫টায় এই বৈঠক শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। সেখানে তিনি বলেন,‘তার (খালেদার জিয়া) ছেলেও মানি লন্ডারিং থেকে শুরু করে নানা দুর্নীতি মামলায় এখন বিদেশে পলাতক। এই মানি লন্ডারিং কিন্তু আওয়ামী লীগ সরকার নয়, এটা আবিস্কার হয়েছে আমেরিকা এবং সিঙ্গাপুরে। তার বিরুদ্ধে গ্রেণেড হামলাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত এই দুর্নীতিবাজ।’

তিনি আরো বলেন,‘তারা দুর্নীতি করে যে অগাধ সম্পত্তি অর্জন করেছে সেটা এখান থেকেই বোঝা যায় তাদের জীবনযাপন দেখে। এইসব অর্জন করেছে ব্যাপক দুর্নীতি করে। এভাবে যারা অপকর্ম করে গেছে বাংলাদেশের জনগন কখনো তাদের চায়নি। বিএনপি নির্বাচনে যোগ দিয়েছিল। কিন্তু জনগন তাদের চায়নি।’

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘ নির্বাচনে যোগ দেওয়ার সময়ও আমরা তাদের দুর্নীতির চেহারা দেখেছি। এক একটা সিটে তারা ২ থেকে চারজনও নমিনেশন দিয়েছে। ৩০০ সিটে তারা ৬৯২ জনকে নমিনেশন দিয়েছে। সকালে একজনকে দিলে সেটা দুপুরে পাল্টে, দুপুরে পাল্টালে সেটা সন্ধ্যায় পাল্টায়। তাদের যে নমিনেশন বাণিজ্য যে সমস্ত সিটে যাদের নমিনেশন দিলে জিততে পারতো। তাদের নমিনেশন না দিয়ে যার কাছ থেকে ভালো অংকের টাকা পেয়েছে তাকেই নমিনেশন দিয়েছে।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭