ইনসাইড ইকোনমি

বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2019


Thumbnail

পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজিএমইএ’র মোট ৩৫টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রামের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হওয়ায় আজ শুধু ঢাকার ২৬টি পরিচালক পদের ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে লড়ছেন ৪৪ জন প্রার্থী। এরমধ্যে সম্মিলিত পরিষদের ২৬ জন ও স্বাধীনতা পরিষদের ১৮ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে বিজিএমই’র সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচিত করবেন। আজকের ভোটের মাধ্যমে নির্বাচিত পর্ষদ ২০১৯-২১ মেয়াদ সময়ে সংগঠনটির নেতৃত্ব দেবেন।

নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। যৌথ প্যানেল নির্বাচনে জয়ী হলে ফোরামের নেতা হিসেবে বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি হবেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭