ইনসাইড এডুকেশন

চবিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2019


Thumbnail

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। আজ রোববার দুপুর পৌনে ১২টায় এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে অস্ত্র মামলায় আটক চবির ছয় ছাত্রলীগ কর্মীর নিঃশর্ত মুক্তিসহ ৪ দফা দাবিতে অনিদির্ষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগ কর্মীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা শাটল চলাচলও বন্ধ করে দেয়।

চবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন জানান, ৪ দফা দাবিতে ছাত্র ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ও হল থেকে অস্ত্র উদ্ধারের ফলে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় তারা অবরোধের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবেন বলেছেন। এরপরও তারা অবরোধ করেছে। আমরা তাদের শান্ত রাখার চেষ্টা করছি। ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

এদিকে চবির জিরো পয়েন্টে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭