ইনসাইড পলিটিক্স

‘প্যারোল’ নেবেন না খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2019


Thumbnail

প্যারোল নেবেন না বেগম খালেদা জিয়া। প্যারোলের জন্য তিনি কোন আবেদনও করবেন না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে পাঠানো এক বার্তায় তিনি এরকম মনোভাব জানিয়েছেন বলে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। গতরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই বার্তা পাঠানো হয় বলে জানা গেছে। বার্তায় জামিনের বিষয়টি ত্বরান্বিত করা এবং সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। এই বার্তার পরপরই আজ রোববার বিএনপি গণ অনশন কর্মসূচী পালন করে এবং গণ অনশনে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই প্রতিবেদককে বলেছেন, ‘প্যারোল এক ধরণের অনুকম্পা। ম্যাডাম কোন অনুকম্পা চান না।’ তিনি বলেন, ‘বেগম জিয়ার জামিনের জন্য আমাদের আইনজীবীরা চেষ্টা করছেন। আমরা শুধুমাত্র বেগম জিয়ার মুক্তির দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলছি।’ নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আশা করি, আদালতের রায়ে অথবা গণদাবীর মুখে সরকার বেগম জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।’

কদিন ধরেই বেগম জিয়ার প্যারোল নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছিলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার প্যারোলের জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট সূত্র মতে, প্যারোলের জন্য সরকারের পক্ষ থেকে ৫টি শর্ত দেয়া হয়েছিল। এই শর্ত নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে দরকষাকষিও হচ্ছিল। কিন্তু বেগম জিয়া আকস্মিকভাবেই প্যারোলের অবস্থান থেকে সরে আসলেন। সরকারের একটি সূত্র বলছে, কারাগারে বেগম জিয়াই প্যারোলের ব্যাপারে আগ্রহী ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুতে এসে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এলেন। ধারণা করা হচ্ছে, বঙ্গবন্ধুতে এসে তিনি দলের লোকজনের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারছেন। এজন্য তিনি প্যারোলে আগের মতো উৎসাহী নয়। বিএনপির একটি সূত্র বলছে, বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, আদালত থেকে তার জামিনের বিষয়টি প্রায় সম্পন্ন। আর দুটি মামলায় জামিন হলেই, বেগম জিয়ার জামিন পেতে আইনী কোন বাধা থাকবে না। যদিও বেগম জিয়ার মুখ্য আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন মনে করেন ‘সরকার না চাইলে আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি অসম্ভব। আমরা জানি না, তার বিরুদ্ধে কত মামলা রয়েছে। আর কত মামলা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অবশ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘বিএনপি আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। হতাশা ভেঙে নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের মুক্তির দাবীতে সোচ্চার হচ্ছেন। বেগম জিয়ার মুক্তির দাবীটি ক্রমশঃ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একটি দাবীতে পরিণত হচ্ছে।’ তিনি বলেন, ‘নানা কারণে দেশের মানুষ সরকারের ব্যাপারে নেতিবাচক হয়ে উঠছে। আমরা মনে করি দেশে সরকার বিরোধি আন্দোলনের একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্যারোলে বেগম জিয়া মুক্ত হলে, বিএনপির আন্দোলনের শেষ অস্ত্রটিও নষ্ট হয়ে যাবে। একারণেই আমরা মনে করি, প্যারোলে মুক্ত বেগম জিয়ার চেয়ে বন্দী বেগম জিয়া অনেক শক্তিশালী। বেগম জিয়া বন্দী থাকলেও আন্দোলনে গতি আসবে। বিএনপি এবং বেগম জিয়ার সিদ্ধান্ত ভুল না সঠিক তা বোঝা যাবে কদিন বাদেই।

 

বাংলা ইনসাইডার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭