ইনসাইড বাংলাদেশ

সেন্টমার্টিনে উত্তেজনা, ২২ বছর পর বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/04/2019


Thumbnail

২২ বছর পর আবারও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হলো দেশের সর্ব দক্ষিণের সীমান্তবর্তী এলাকা সেন্টমার্টিন দ্বীপে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে দ্বীপটিতে বিজিবি মোতায়েন করা হয়েছিলো।

আজ রোববার (০৭ এপ্রিল) থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ টহল দেয়া শুরু করেছেন বিজিবি সদস্যরা।

রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘সরকারি নির্দেশ মোতাবেক আজ (৭ এপ্রিল-২০১৯) থেকে দেশের সর্ব দক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’

দীর্ঘ ২২ বছর পর বিজিবি মোতায়েনের ব্যাপারে জানতে চাওয়া হলে মোহসিন রেজা বলেন, সুনির্দিষ্ট কারণ বলতে নিরাপত্তা রক্ষার স্বার্থেই সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য কোনো কারণ বা অস্থিতিশীলতা কিংবা হুমকির প্রেক্ষিতে নয়। ১৯৯৭ সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার আবারও চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তায় নিয়োজিত থাক। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সেন্টমার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭