ইনসাইড এডুকেশন

আজও চলছে ছাত্রলীগের অবরোধ, অচল চবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2019


Thumbnail

দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের একাংশের অবরোধ। সংগঠনের ছয় কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদসহ ৪ দফা দাবিতে গতকাল রোববার তারা এই অবরোধ শুরু করে।

আজ সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রেখেছে। এর ফলে এতে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ করায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দু’পক্ষ। ঘটনার পর দুটি হলে তল্লাশি চালিয়ে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সংগঠনটির ৬ কর্মীকে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ ৪ দফা দাবিতে ধর্মঘট ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭