ইনসাইড পলিটিক্স

যৌথ নেতৃত্বে চলবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2019


Thumbnail

বিএনপিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একক নেতৃত্ব খর্ব করা হয়েছে। স্থায়ী কমিটির ৫ জন সদস্যকে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ দলের সমন্বয়কের দায়িত্ব থেকে মির্জা ফখরুলকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এককভাবে মির্জা ফখরুলের যোগদানের উপরও বিধি নিষেধ আরো করা হয়েছে। তাকে ৫ জনের যেকোন একজন নিয়ে ঐক্যফ্রন্টের সভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে। তবে, কার নির্দেশে বিএনপির নেতৃত্বের এই পরিবর্তিত বিন্যাস যে সম্পর্কে পরস্পর বিরোধ তথ্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য দাবী করেছেন,‘লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশেই দলের এই বিন্যাস করা হয়েছে।’ কিন্তু দলের একজন ভাইস চেয়ারম্যান দাবী করেছেন, ‘বিএসএমএমইউ থেকে বেগম জিয়ার এরকম একটি নির্দেশনা দিয়েছেন।’ তবে বেগম জিয়া বা তারেক জিয়া যেই দিক না কেন, নেতৃত্বের নতুন কাঠামোয় দলের কাজ শুরু হয়েছে বলে স্বীকার করেছেন দলের সব নেতাই।

যে পাঁচজন এখন যৌথভাবে বিএনপির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তাঁরা হলেন; ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান।

২০ দলের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম খানকে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আগামী ৩০ জুনের মধ্যে বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় কাউন্সিল এখনই বিএনপি করবে না বলেই ‘উপর থেকে’ বিএনপিতে বার্তা এসেছে। তবে, জাতীয় কাউন্সিল না করলেও জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে কমিটিগুলো অকার্যকর এবং নিস্ক্রিয় সেগুলো দ্রুত ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ এসেছে। বিএনপির স্থানীয় কমিটির সদস্য এরকম নির্দেশনার কথা স্বীকার না করলেও বলেছেন যে, ‘বেশকিছু কমিটি অকার্যকর এবং নিস্ক্রিয়। এই কমিটিগুলোকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি।’ তিনি জানান, আগামী একমাসের মধ্যে দলের জেলা ও মহানগরীর নিস্ক্রিয় কমিটি পুনর্গঠন করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, খুব শিগগির স্থায়ী কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন। আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য এই মতবিনিময় হবে। একই সঙ্গে বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও মত বিনিময় করবে। ঐ নেতা এটাও জানিয়েছেন, ‘ঈদের পর আন্দোলন শুরুর পরিকল্পনা থেকেই এই সাংগঠনিক কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে।’ তিনি বলেছেন, ‘২০ দল এবং ঐক্যফ্রন্ট নূন্যতম কর্মসূচিতে ঈদের পর আন্দোলনের ডাক দেবে। তবে এবার আন্দোলনের কর্মসূচিতে কেবল বেগম জিয়ার মুক্তি আর নতুন নির্বাচনের দাবি নয়। অনেক গণ দাবি যেমন গ্যাসের মূল্য কমানো, নিরাপদ সড়ক ইত্যাদিও যুক্ত করা হবে।’

 

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭