ইনসাইড ইকোনমি

বাজেটে চমক; চাকরি পাবে প্রতি পরিবারের একজন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2019


Thumbnail

এবারের বাজেটে কর্মসৃজন পরিকল্পনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ মন্ত্রণালয় এবারের বাজেটে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তা হলো, প্রতি পরিবারের একজন করে চাকরি পাবেন। এই প্রকল্পের নাম রাখা হয়েছে কর্মসৃজন প্রকল্প। এবারের বাজেটে এটাই হবে সবচেয়ে বড় চমক।

আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার করেছিল। যে সমস্ত পরিবারে বেকার রয়েছে তাদেরকে চাকরির আওতায় আনার পরিকল্পনা নিয়েছিল। সেই উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসৃজন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রত্যেকটা পরিবারকে বাছাই করা হবে, যাদের চাকরি নেই। প্রথমে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। পড়ে ধাপে ধাপে প্রতি পরিবারের একজন করে যেন চাকরির আওতায় আসে তা নিশ্চিত করা হবে। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭