ইনসাইড এডুকেশন

চবির সেই ৬ শিক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2019


Thumbnail

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থী হলেন- ইয়াসিন আরাফাত, বেলাল হোসেন, অমিত রায়, খালেদ মাসুদ, সাকিব হাসান ও সিফাতুল্লাহ।

গত ২ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয় এবং ৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরদিন তাদের  কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আটক কর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবিতে ছাত্রলীগের একাংশ ৭ এপ্রিল থেকে চবি ক্যাম্পাস উত্তাল করে তোলে এবং কার্যত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে গতকাল মঙ্গলবার তারা কর্মসূচি প্রত্যাহার করে নিলে ক্যাম্পাস আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭