ইনসাইড সাইন্স

ব্যস্ত জীবনে স্বস্তি পেতে এলজি’র ইউএইচডি টিভি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2019


Thumbnail

যুগের সাথে তাল মিলিয়ে আমাদের নিত্য ব্যবহার্য ইলেক্ট্রনিক্স পণ্যগুলো হয়ে উঠছে আরও স্মার্ট, আরও আধুনিক। সেই পথ ধরে গৃহস্থালি নানা পণ্যে ব্যবহার করা হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে স্মার্ট ফোনে আলতো ছোঁয়া, ভয়েস কমান্ড অথবা স্বয়ংক্রিয়ভাবেই কাজ করতে পারছে ইলেক্ট্রনিক্স সব পণ্য। 

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) টিভি এমন প্রযুক্তি যা ইউটিউব ভিডিও, চ্যানেল পরিবর্তনসহ ব্যবহারকারীর সকল কমান্ড ফলো করতে পারে। টেক জায়ান্ট এলজি’র অন্য কয়েকটি মডেলের মতো আইপিএস ফোরকে ইউএইচডি টিভিতেও এই প্রযুক্তিটি রয়েছে।

কী আছে এলজি’র আইপিএস ফোরকে ইউএইচডি টিভিতে?

এলজি’র আইপিএস ফোরকে ইউএইচডি টিভিতে রয়েছে এমন কিছু ফিচার যা মুহূর্তের মধ্যে আপনার কাজ কমিয়ে দেবে। যেমন ধরুন, ‘ডু আই নিড অ্যান আমব্রেলা?’ এটা বলার সাথে সাথেই টিভি আপনাকে আবহাওয়ার তথ্য দিয়ে দেবে। আবার যদি বলেন, ‘বেস্ট রেস্টুরেন্টস নিয়ার মাই প্লেস’, তাহলে টিভিই আপনার সামনে রেস্টুরেন্টসের সব তথ্য হাজির করবে। রান্না করতে চাইছেন, রেসিপি দরকার? খোঁজাখুঁজির দরকার নেই, টিভিকে বলুন। ব্যাস, এলজি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টিভিই আপানাকে দেখিয়ে দেবে লোভনীয় সব রান্নার রেসিপি। ঠিক একইভাবে শুধুমাত্র মুখে নির্দেশ দিয়েই আইপিএস ফোরকে ইউএইচডি টিভিকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করাতে পারবেন আপনি।

এলজি’র টিভি প্রোডাক্ট ম্যানেজার আশিকুল ইসলাম বলেন, আইপিএস ফোরকে ইউএইচডি টিভিগুলোতে রয়েছে আরও বেশকিছু ফিচার, যা দিচ্ছে বাড়তি স্বস্তি এবং স্বাচ্ছন্দ। এই টিভিগুলো ইন্টারনেট ছাড়াই ভলিউম কমানো-বাড়ানো, চ্যানেল পরিবর্তনসহ আট শতাধিক ভয়েস কমান্ড অনুসরণ করতে পারে। যেমন ধরুন, আপনি কমান্ড করলেন, ‘ভলিউম টোয়েন্টি’, আর সঙ্গে সঙ্গেই টিভির ভলিউম টোয়েন্টিতে চলে গেল। আবার ‘টার্ন অফ দ্য টিভি’ কমান্ড করলে নিজে থেকেই টিভিটা বন্ধ হয়ে যাবে।

থিংককিউ এআই ছাড়াও এলজি আইপিএস ফোরকে ইউএইচডি’তে আছে আইপিএস ফোরকে প্যানেল, যা আপনাকে দেবে ১৭৮ ডিগ্রি পর্যন্ত ওয়াইড ভিউয়িং পিকচার কোয়ালিটি। আইপিএস ফোরকে ইউএইচডি টিভি’র ম্যাজিক রিমোট স্মার্ট অপারেশনের জন্য সবচেয়ে উপযোগী। এছাড়াও আইপিএস ফোরকে ইউএইচডি টিভি’তে পাচ্ছেন ৪ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যা এলজি’র দীর্ঘস্থায়িত্বের প্রমান দেয়। 

বাংলা ইনসাইডার/এএইচসি 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭