ইনসাইড বাংলাদেশ

চার কন্যার সঙ্গে প্রধানমন্ত্রীর নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2019


Thumbnail

পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে নববর্ষ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিয়েছেন রাজধানীর নিমতলী ট্র্যাজেডির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন কন্যা ও তাদের স্বামী-সন্তানরাও। বিশেষ দিনগুলোতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে। 

আজ পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মিলনমেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও তার ছেলেও আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন।

২০১০ সালের ৩ জুনে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রাণ হারান ১২৪ জন। যাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই তিন কন্যার স্বজনরাও।

স্বজন হারানো উম্মে ফারওয়া আক্তার রুনা, সকিনা আক্তার রত্না ও আসমা আক্তার শান্তার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাদের বিয়ে দেন। নিয়মিত তাদের খোঁজ-খবরও রাখছেন তিনি। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭