ইনসাইড বাংলাদেশ

ভয়াবহতার দিকে মিরপুরের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2019


Thumbnail

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সিটি পার্ক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ঘটনাস্থলে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন সেনা নৌ ও পুলিশ বাহিনীর সদস্যরাও।

শেষ খবর পাওয়া পর্যন্ত দশ তলা ভবনের ছয় ও সাত তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয় বলে জানা যায়। পহেলা বৈশাখের কারণে সেখানে কোনও লোকজনও ছিল না।

সিটি পার্ক নামে ওই ভবনের দোতলা ও তিনতলায় চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার রয়েছে। এছাড়া নিচতলায় মার্কেট হিসেবে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে গার্মেন্টস কারখানা ও গার্মেন্টসের মালামাল রাখার গোডাউন রয়েছে।

প্রসঙ্গত আজ রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে আগুন লাগে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭