ইনসাইড বাংলাদেশ

শোভন-রাব্বানী একসঙ্গে, সাদ্দাম কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/04/2019


Thumbnail

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করার কথা ছিল লোকসংগীত উৎসব ও কনসার্ট। এই আয়োজনকে ঘিরে প্রকাশ্যে চলে এসেছে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল।

অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী একদল নেতা-কর্মী ওই আয়োজন স্থলে ভাঙচুরের ঘটনা ঘটান। পরবর্তীতে অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

ছাত্রলীগ সভাপতি শোভনের অভিযোগ, সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও এ আয়োজন সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি। আর ছাত্রলীগের রব্বানী, সনজিত ও সাদ্দামের দাবি, শোভন পুরো বিষয়টি জানেন।

এই ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগে একদিন কেটে যায়। আজ পহেলা বৈশাখে দেখা গেছে সম্প্রতি। শোভন ও রাব্বানী একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন। একসঙ্গে তাদের গান গাইতেও দেখা যায়। কিন্তু তাদের সঙ্গে দেখা যায়নি ডাকসু এজিএস সাদ্দাম হোসেনকে। এ থেকে কি আরো স্পষ্ট হয়ে গেল না সাদ্দাম হোসেন ও ছাত্রলীগের সভাপতির? যদিও এসব কথা নিন্দুকেরা তোলেন।

ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, ছাত্রলীগ আগের মতোই এক আছে। যদিও সাময়িক মনোমালিন্য থেকেও থাকে। সেটা অচিরেই কেটে যাবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭