কালার ইনসাইড

ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হলো সুবীর নন্দীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2019


Thumbnail

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে গুরুতর অসুস্থ অবস্থায় ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত ১১টা নাগাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

সুবীর নন্দীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট থেকে ট্রেনে করে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা পরিবারের সদস্যরা বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যায়।

সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী জানিয়েছেন, তার বাবা হ্র্তৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালে দর্শনার্থীদের ভীড় না করতে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ফাল্গনী।

উল্লেখ্য, সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছর ধরে গান করছেন। তিনি প্রায় আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এ বছর একুশে পদকেও ভূষিত করা হয়েছে তাকে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭