ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৫ জনের মৃত্যু, ২৩০০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2019


Thumbnail

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় তিন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে শিলাবৃষ্টিসহ ব্যাপক বজ্রঝড় আঘাত হানে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে টেক্সাসে উপড়ে পড়া গাছ চাপায় একটি গাড়ির ভিতরে থাকা দুই ভাইবোন নিহত হয়েছে।

অন্যদিকে লুইজিয়ানার মনরোতে বৃষ্টির পানিতে উপচে পড়া ড্রেনের মধ্যে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয় বলে জানা গেছে। আর ক্যালহুন শহরে বন্যার পানিতে গাড়ি ডুবে ভিতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন। 

মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট জানিয়েছেন, শনিবার কয়েকটি টর্নেডো অঙ্গরাজ্যের ১৭টি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে এবং এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব এলাকার ২৬ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রবল ঝড়ের কারণে রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের অধিকাংশ ঘটনাই শিকাগো টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, কলম্বাস, ওহিওতে এবং পূর্ব উপকূলের বিমানবন্দরগুলোতে ঘটেছে বলে ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্যে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭